সফরের সুন্নাত এবং আদব-কায়দা


sunnah-manners-travel



ভ্রমণ করা মহানবীর সুন্নাত। হাদীসে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান অর্জনের জন্য তোমরা প্রয়োজনে সুদূর চীন দেশেও সফর করো। আপনি যতো বেশি ভ্রমণ করবেন আপনার জ্ঞানের পরিধি তত‌ই বিশাল হতেই থাকবে। সামর্থ অনুযায়ী কাছে দূরে ভ্রমণ করবেন। 

ভ্রমণের সময় প্রয়োজনীয় সব কিছুর মতোই রয়েছে আমাদের জন্য মহানবীর কিছু সুন্নাত, যেগুলো অবলম্বন করলে আপনার ভ্রমণটাই ইবাদাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তাই আমাদের সকলের উচিত সুন্নাত গুলো জেনে রাখা।


১. কমপক্ষে দুই ব্যক্তি এক সাথে সফরে যাওয়া, পারতপক্ষে একা সফর না করা। তিরমিযী, হাদীস নং- ২১৬৫
২. বাড়ী থেকে বের হ‌ওয়ার সময় -  بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَى اللهِ বলে বের হবেন। 
৩. যানবাহনের দরজায় ‘বিসমিল্লাহ’ বলতে বলতে পা রাখা। আবু দাউদ, হাদীস নং- ২৬০২


৪. যানবাহনে ভাল ভাবে আসন গ্রহণের পর তিনবার আল্লাহু আকবার বলে এই দু‘আ পড়া :

اَلْحَمْدُ لِلّٰهِ سُبْحَانَ الَّذِيْ سَخَّرَ لَنَا هٰذَا وَمَا كُنَّا لَهٗ مُقْرِنِيْنَ، وَاِنَّا اِلٰى رَبِّنَا لَمُنْقَلِبُوْنَ اَللّٰهُمَّ اِنَّا نَسْاَلُكَ فِىْ سَفَرِنَا هٰذَاالْبِرَّ وَالتَّقْوٰى وَمِنَ الْعَمَلِ مَا تَرْضٰى اَللّٰهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هٰذَا وَاطْوِ عَنَّا بُعْدَهٗ اَللّٰهُمَّ اَنْتَ الصَّاحِبُ فِىْ السَّفَرِ وَالْخَلِيْفَةُ فِى الْاَهْلِ اَللّٰهُمَّ اِنِّىْ اَعُوْذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَـاْبَةِ الْمَنْظَرِ وَسُوْءِ الْمُنْقَلَبِ فِى الْمَالِ وَالْاَهْلِ.

মুসলিম, হাদীস নং-১৩৪২/ নাসাঈ, হাদীস নং ৫৫১৩/ আবু দাউদ, হাদীস নং ২৫৯৮, ২৫৯৯


৫. সফরে কোথাও অবস্থানের প্রয়োজন হলে, কোন জায়গায় এমনভাবে অবস্থান করা, যাতে মানুষের চলাফেরা ইত্যাদির ব্যাঘাত না ঘটে। বুখারী, হাদীস নং- ৬২২৯
৬. নিজে বা যানবাহন উপরের দিকে উঠতে লাগলে আল্লাহু আকবার বলা। মুসলিম, হাদীস নং- ১৩৪৪
৭. নিজে বা যানবাহন নীচের দিকে নামতে বা অবতরণ করতে লাগলে সুবহানাল্লাহ বলা। বুখারী শরীফ, হাদীস নং- ২৯৯৩


৮. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন : সফরের কার্য শেষ হলেই তাড়াতাড়ি বাড়ী ফিরে আসবে। অযথা সফরকে দীর্ঘ করা ভাল নয়। বুখারী শরীফ, হাদীস নং- ১৮০৪

৯. দীর্ঘ দিনের সফর শেষে বাড়ী প্রত্যাবর্তনকালে হঠাৎ করেই ঘরে প্রবেশ না করা। বরং প্রথমে নিজ গ্রাম বা মহল্লার মসজিদে এসে অবস্থান করা ও দু‘রাক‘আত নামায পড়া। অতঃপর বাড়ীতে আসার সংবাদ পৌঁছিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে লোকজনের সাথে সাক্ষাৎ করে নিজ বাড়ীতে প্রবেশ করা। তেমনিভাবে দীর্ঘদিন সফর হতে পিরে এসে গভীর রাতে বাড়ীতে প্রবেশ না করা। মুসলিম, হাদীস নং- ২৭৬৯/ বুখারী শরীফ, হাদীস নং- ১৮০০


১০. সফরে কুকুর সঙ্গে না রাখা। কেননা, শয়তান পিছু নেয়, তাতে সফরের বরকত চলে যায়। মুসলিম, হাদীস নং- ১৫৭৪।
১১. সফর হতে প্রত্যাবর্তন করে এই দু‘আ পড়া :

 اٰئِـبُوْنَ تَائِبُوْنَ عَا بِدُوْنَ لِرَبِّنَا حَامِدُوْنَ.

তিরমিযী, হাদীস নং- ৩৪৪০



ভ্রমণ যেমন‌ই হোক, শিক্ষণীয় কিছু খুঁজে নেয়াই হবে বুদ্ধিমানের কাজ। আজ কাল আমরা বন্ধুরা মিলে ভ্রমণে গিয়ে পাপ আর অপকর্মের ভোজা নিয়ে বাড়ি ফিরি, কিন্তু ভ্রমণে গিয়ে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম, কতটুকু শিখতে পারলাম তার হিসেব কখনোই করিনা, তাই বলছি এমন ভ্রমণ হাজার বার করলেও আপনার জ্ঞান শুন্যের কোটায়‌ই থেকে যাবে। 



No comments

Powered by Blogger.