মসজিদে প্রবেশ করা ও বাহির হওয়ার সুন্নাত এবং আদব-কায়দা

sunnah-manners-entering-leaving-mosque




আল্লাহ তা‘আলা ইরশাদ করেন: আল্লাহ তা‘আলার (ঘর) মসজিদ আবাদ তারাই করবে, যারা আল্লাহ তা‘আলা ও পরকালের উপর ঈমান আনে, নামায কায়েম করে, যাকাত আদায় করে এবং আল্লাহ তা‘আলা ছাড়া কাউকেই ভয় করে না। তাদের ব্যাপারে আশা করা যায়, এরা হেদায়াত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হবে। সূরায়ে তাওবা আয়াত নং ১৮


মসজিদ হল ইবাদাতের নিবিড় স্থান। এখানে যা কিছু হবে,সব হবে ইবাদাত সম্পর্কীয়। আল্লাহর ভয় এবং ভালোবাসা মনে ধারণ করে ইবাদাত করতে হবে। মসজিদের আদব এবং পবিত্রতা রক্ষা করা সকল মুসলমানের কর্তব্য। এখানে প্রবেশ করে কিছুতেই বেয়াদবি করা যাবেনা।


মসজিদ হলো হেদায়াতের মারকায বা কেন্দ্র। কোনো মসজিদ সুন্নাত অনুযায়ী পরিচালিত হলে সে মহল্লায় অবশ্যই সুন্নাত ও দীন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। মসজিদ হতে হবে সমাজের আদর্শ এবং শিক্ষার কেন্দ্রবিন্দু। এজন্যই মুহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রহ. বলতেন যে, তোমরা মসজিদ ও মাদরাসাকে সুন্নী বানাও তাহলে পুরো মহল্লা সুন্নী হয়ে যাবে। 


✓ মসজিদে প্রবেশ করার সুন্নাত সমূহ
১. বিসমিল্লাহ পড়া। মুসনাদে আহমাদ, হাদীস নং-২৬৪৭৩
২. দরূদ শরীফ পড়া। মুসনাদে আহমাদ, হাদীস নং-২৬৪৭২
৩. অতঃপর এই দু‘আ পড়া : মুসলিম, হাদীস নং-৭১৩

 اَللّٰهُمَّ افْتَحْ لِيْ اَبْوَابَ رَحْمَتِكَ

উল্লেখিত দু‘আ সমূহ একত্রে এভাবে পড়া যায়

بِسْمِ اللهِ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى رَسُوْلِ اللهِ، اَللّٰهُمَّ افْتَحْ لِيْ اَبْوَابَ رَحْمَتِكَ


৪. মসজিদে ডান পা আগে রাখা। বুখারী শরীফ, হাদীস নং-৪২৬
৫. মসজিদে প্রবেশ করে ই‘তিকাফের নিয়ত করা। বুখারী শরীফ, হাদীস-২০৪২
মসজিদে প্রবেশের সময় প্রথমে বাম পায়ের জুতা খুলে জুতার উপর বাম পায়ে দাঁড়াবে অতঃপর ডান পায়ের জুতা খুলে দু‘আ সমূহ পড়ে তারপর প্রথমে ডান পা মসজিদের ভিতরে রাখবে।

✓ মসজিদ হতে বাহির হওয়ার সুন্নাত সমূহ 
১. বিসমিল্লাহ পড়া। মুসনাদে আহমাদ, হাদীস নং-২৬৪৭৩
২. দরূদ শরীফ পড়া। মুসনাদে আহমাদ, হাদীস নং-২৬৪৭২
৩. অতঃপর এই দু‘আ পড়া: মুসলিম, হাদীস নং-৭১৩

اَللّٰهُمَّ اِنِّيْ اَسْئَلُكَ مِنْ فَضْلِكَ،

উল্লেখিত দু‘আ সমূহ একত্রে এভাবে পড়া যায় 

بِسْمِ اللهِ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى رَسُوْلِ اللهِ، اَللّٰهُمَّ اِنِّيْ اَسْئَلُكَ مِنْ فَضْلِكَ،

এ দু‘আ গুলো বের হওয়ার পূর্বেই পড়বে।


৪. মসজিদের বাইরে (জুতার উপর) বাম পা আগে রাখা। মুস্তাদরাকে হাকিম, হাদীস নং-৭৯১
৫. অতঃপর প্রথমে ডান পায়ে জুতা পরা। তারপর বাম পায়ে পরা। বুখারী শরীফ, হাদীস নং-৫৮৫৫


মসজিদে আদবের সাথে প্রবেশ করা এবং আদবের সাথে বাহির হ‌ওয়া অত্যন্ত সাওয়াবের কাজ। মসজিদের আদব-কায়দা রক্ষা করা জরুরি, অন্যথায় নিশ্চিত গুনাহগার হতে হবে। মসজিদে পা মেলে বসা, মসজিদের দেয়ালে হেলান দিয়ে বসা, জোরে জোরে কথা বলা, হাসাহাসি করা এগুলো থেকে বিরত থাকতে হবে।


No comments

Powered by Blogger.