আধ্যান অনুধাবন

meditation-comprehension




কথায় আছে, মানুষ কাজে মহান হয়। জীবন চক্রের সন্ধান করতে করতে আজ আমরা অনেক কিছুই লিখতে পেরেছি, সামনে চলতে হলে আরো অনেক কিছুই লিখতে হবে। যে ব্যক্তি মনে করে আমি সব কিছুই জানি তাহলে তার অনেক কিছুই অজানা থেকে যাবে আর যে ব্যক্তি মনে করে আমি যা জানি আরো জানার প্রয়োজন আছে, সে পৃথিবী থেকে অনেক কিছুই লিখতে পারবে। 


শিক্ষণীয় কিছু পেলেই আমি আয়ত্ত করে ফেলি, পাশাপাশি আরো দু'চার জনকে শেখার সুযোগ করে দিই। আমি চুমুক চুমুক মুক্তোর মতো আর্কটিকেল সাজাতে ভালোবাসি। জ্ঞান অপেক্ষা মূল্যবান রত্ন ও অতিপ্রয়োজনীয় সামগ্রী জগতে আর নেই। জ্ঞানকে বিলিয়ে দিতে ভালোবাসি।


★ পৃথক থাকাই উত্তম
হযরতওয়ালা মুফতী সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন।
সন্তানের উচিৎ বিবাহের পর কিছুদিন পিতা-মাতার সঙ্গে থেকে তাদের খিদমত করা, তারপর নিজের পরিবার নিয়ে পৃথক হওয়া। 
তাহলে আর পরিবারে ঝগড়া বিবাদ থাকবে না। 
আজকাল জয়েন্ট ফ্যামিলির নামে ঝগড়ার আখড়া বানানো হয় পরিবার গুলোকে। সব সময় ঝগড়া লেগেই থাকে। 
তবে পৃথক হওয়ার অর্থ এটা না যে পিতা-মাতাকে ভুলে যাবে। 
বরং তাদের যথাসাধ্য খিদমত করবে। 
তারা কোন বিপদ-আপদে থাকলে তাদের উদ্ধার করবে। 
সময় সময় হাদিয়া পাঠাবে। 
পৃথক থেকে ঝগড়া-বিবাদ মুক্ত ভাবে পিতা-মাতা, আত্মীয় স্বজনের হক্ব আদায় করাই শ্রেয়। 
এক সঙ্গে থেকে বিবাদ করার চেয়ে।
শাইখুল হাদীস মুফতী মনসূরুল হক দা.বা.
জামি‘আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসা


★ কুরআন সম্পর্কে দুটি কথা মনে রাখতে হবে।
১. কুরআন আল্লাহ তা‘আলার কালাম। মানব রচিত গ্রন্থ নয়। 
কুরআনের অনুরূপ একটি গ্রন্থ, নিদেনপক্ষে এর ছোট্টতম সূরার সমমানের একটি সূরা প্রণয়নে মানুষের অক্ষমতাই এর প্রমাণ। 
চৌদ্দশ বছর পেরিয়ে গেছে; কুরআনের সাহিত্য-সুষমা, শিল্পগুণ, অর্থ-মর্ম ও ভাব-ব্যঞ্জনার আদলে একটি আয়াতও আজ পর্যন্ত কেউ গড়তে পারেনি। 
এ বিষয়টিই কুরআনুল কারীম অসীম শক্তিধর সত্তা আল্লাহ তা‘আলার কালাম হওয়ার প্রমাণ। 

২. কুরআন মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিলকৃত ইসলামের প্রধান দলীল। 
বিষয়টি চৌদ্দশ বছর ধরে প্রজন্ম থেকে প্রজন্মের সরাসরি শ্রবণ ও আত্মস্থ করার দ্বারা অকাট্যভাবে প্রমাণিত। 
হঠকারিতা বশতঃ দুপুরের তেজোদীপ্ত সূর্যকেও অস্বীকার করা যেতে পারে কিন্তু এ বাস্তবতাকে শত্রু-মিত্র কেউ অস্বীকার করতে পারে না। 

 ★ আজ‌ই ধূমপান ছেড়ে দিন 
দুই দিনের মধ্যেই তিনটি উপকার পেতে শুরু করেছেন, 
১. জ্বীহ্বার স্বাদ ফিরে আসবে। 
দীর্ঘ সময় ধূমপানের কারণে জ্বীহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়। ধূমপান ছেড়ে দিন, দেখবেন আগের স্বাদ ফিরে আসবে। 
২. ঘ্রাণ শক্তি ফিরে পাবেন। 
অনেক দিন ধরে ধূমপান করার কারণে ক্ষতিকর ধোঁয়ায় নাকের ঘ্রাণ শক্তি নষ্ট হয়ে যায়, ধূমপান ছেড়ে দিন, আগের ঘ্রাণ শক্তি ফিরে আসতে থাকবে।
৩. মস্তিষ্কের রক্ত চলাচল বেড়ে যাবে।
ধূমপানের কারণে মানুষের মস্তিষ্কের রক্ত চলাচল ব্যাহত হয়, ঠিক মতো রক্ত চলাচল করতে পারে না, ধূমপান ছেড়ে দিন, রক্ত চলাচল বেড়ে যাবে।


No comments

Powered by Blogger.