আকীকার সঠিক সময় এবং জরুরি মাসায়েল

aqiqa-right-time-urgent-matters




আকীকা করা মুস্তাহাব এবং এর দাওয়াত কবুল করা জায়িয। ফাতাওয়া রহীমিয়্যাহ ২/৯১। আমাদের দেশে এই ধরনের অনুষ্ঠানের রেওয়াজ রয়েছে। এই ধরনের অনুষ্ঠানের দাওয়াত খাওয়া এবং খাওয়ানোর রিতিও রয়েছে। কিন্তু আর্থিক কিংবা সময়ের কারণে আকিকা অনেক পরিবার‌ই যথা সময়ে সম্পন্ন করতে পারেন না। 


ছেলে বা মেয়ের জন্মের পর সপ্তম দিবসে আকীকা করা উত্তম। সপ্তম দিনে না করতে পারলে পরে যেকোনো দিন করতে পারবে। কেননা এরসাথে আর্থিক সম্পর্ক রয়েছে। তবে সপ্তম দিন যে বার ছিল সেই বারে করা উত্তম সুন্নাত। এই ক্ষেত্রে পিতা মাতাকে সঠিক হিসাব রাখতে হবে।


আকীকা সম্পর্কে হাদীস শরীফে এসেছে, হযরত ইবনে উমর রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, সন্তান জন্মের সপ্তম দিনে তার আকীকা করো এবং তার জন্য সুন্দর নাম রাখো। তাবারানী আউসাত হা. ১৯৮১। জন্মের পর সন্তানের আকীকা দেওয়া এবং সুন্দর ইসলামিক একটা নাম রাখা বাবা মায়ের প্রথম কর্তব্য। 


ছোট বয়সে যদি আকীকা করা না হয়, তাহলে যেকোনো বয়সে নিজের আকীকা নিজেই করতে পারবে। হযরত আনাস রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী হওয়ার পর নিজের জন্য তিনি নিজেই আকীকা করেছেন। তাবারানী আউসাত হা. ৯৯৪


জন্মের সপ্তম দিবসে কয়েকটি করণীয় কাজ
১: আকীকা করা
২: শিশুর সুন্দর নাম রাখা
৩: পশু জবাইয়ের আগে বা পরে বাচ্চার মাথার চুল মুন্ডানো
৪: আকীকার গোস্ত দাওয়াত করে খাওয়ানো। 


আকীকা'এর কয়েকটি জরুরী মাসআলা
✓ আকীকা করা মুস্তাহাব । কেউ যদি আকীকা না করে তাহলে সে গুনাহগার হবে না। ফাতাওয়া রহীমিয়া ২/৯১
✓ আকীকার মধ্যে ছেলে সন্তানের জন্য দুইটি বকরি আর মেয়ে সন্তানের জন্য একটি বকরি জবাই করা উত্তম। ছেলের জন্য দুইটি বকরি সম্ভব না হলে একটিই যথেষ্ট । রদ্দুল মুহতার- ৫/২১৩


✓ গরু ও উট দ্বারা একাধিক বাচ্চার আকীকা করা জায়িয আছে । ফাতাওয়া মাহমুদিয়া ২/৯১
✓ কেউ যদি কুরবানীর গরুর মধ্যে আকীকা করতে চায়, তাহলে সে ছেলের জন্য দুই অংশ আর মেয়ের জন্য এক অংশ বরাদ্দ করবে। ছেলের জন্য দুই অংশ সম্ভব না হলে এক অংশ বরাদ্দ করতে পারে। রদ্দুল মুহতার ৫/২১৩


✓ আকীকার গোস্ত কাঁচা বণ্টন করা বা রান্না করে বণ্টন করা অথবা দাওয়াত দিয়ে খাওয়ানো কিংবা কাউকে না খাওয়ানো সবই জায়িয আছে। আর আকীকার গোস্ত ধনী-গরীব সবাই খেতে পারবে। রদ্দুল মুহতার ৫/২১৩
✓ যে পশু দ্বারা কুরবানী করা বৈধ সেই পশু দ্বারা আকীকা করতে হয়। যেমনঃ ছাগল, ভেড়া এক বছরের হতে হবে। আর গরু ও মহিষ দুই বছরের হতে হবে। রদ্দুল মুহতার ৫/২১৩


✓ আকীকার চামড়ার মূল্য কুরবানীর চামড়ার ন্যায় সদকা করে দিতে হবে ।
আকীকার ফযীলতঃ আকীকার দ্বারা বিভিন্ন বিপদাপদ থেকে রক্ষা পাওয়া যায়। বুখারী ২/৮২২


No comments

Powered by Blogger.