মাসিকের সময় পেট ব্যথার ঘরোয়া চিকিৎসা



 
Woman period


মাসিকের সময় পেট ব্যথার ঘরোয়া চিকিৎসা

প্রাকৃতিক নিয়মে প্রতি মাসে মহিলাদের কিছু দিনের জন্য রক্তপাত হয়ে থাকে, এই সময় মহিলাদের পেটে ব্যথা হয়, অনেকের আবার অস্বাভাবিক ভাবে ব‍্যথা বেড়ে যায়। এই সময় মহিলারা অবসন্ন ভোগ করেন। মানসিক ভাবে অবসাদ অনুভব করেন। এক্ষেত্রে বড় ধরনের চিকিৎসা না করে অর্থাৎ ব‍্যথা ঔষধ প্রয়োগের মাধ্যমে বন্ধ না করে ঘরোয়া উপায়ে কমিয়ে রাখা উত্তম। চলুন জেনে নিই কিছু ঘরোয়া পদ্ধতি । 

【1】গরম সেঁক দেওয়া ।
মাসিকের সময় প্রচন্ড তলপেট ব্যথা হয়। আর এই তলপেট ব্যথায় গরম পানির সেঁক নিলে পেট ব্যথায় বেশ আরাম পাওয়া যায় এবং কিছুটা কম অনুভূত হয় ব্যথা। তাই গরম পানির সেঁক দেয়ার জন্য ব্যবহার করতে পারেন হট ওয়াটার ব্যাগ। যে কোনো ওষুধের দোকানেই পেয়ে যাবেন এই হট ওয়াটার ব্যাগ। গরম পানি ভরে নিলেই সেঁক দেয়া যায় এই হট ওয়াটার ব্যাগ গুলোতে। এছাড়াও ইস্ত্রি দিয়ে কাপড় গরম করেও সেঁক দেয়া যায়।

【2】মনোযোগ সরিয়ে নিন ।
পেট ব্যথা শুরু হলে কোনো কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ুন। যখন পেট ব্যথা হয় তখন অফিসের কাজ কিংবা ফেসবুকিং করা শুরু করে দিন। মুভিও দেখতে পারেন। ফেসবুকে বন্ধুদের সাথে কথাবার্তা বলতে বলতে কিছুক্ষণ পর এমনিতেই মনোযোগ অন্য দিকে সরে যাবে ।

【3】ভিটামিনযুক্ত খাবার ।
মাসিকের ব্যথা কমাতে কিছু বিশেষ ভিটামিনের ভূমিকা আছে। আর তাই যারা মাসিকের সময় পেট ব্যথার যন্ত্রণায় ভোগেন তারা সবসময় ভিটামিন ই যুক্ত খাবার (চিনা বাদাম, পেস্তা বাদাম, বাঁধাকপি, আম ইত্যাদি), ভিটামিন বি৬ (ভাত, মাছ,ওটমিল, কলা ইত্যাদি), ভিটামিন বি১ (ডিম, মাছ, সবুজ সবজি, গম ইত্যাদি) খাওয়ার চেষ্টা করুন। এগুলো খেলে পেশীর সংকোচনজনিত মাসিকের ব্যথা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে।

【4】সুবিধাজনক অবস্থানে শুয়ে থাকুন ।
মাসিকের সময় বিভিন্ন অবস্থানে শুয়ে থাকলে অনেক সময় আরাম পাওয়া যায় কিছুটা। এই অবস্থা এক এক জনের ক্ষেত্রে এক এক রকম। তবে সাধারণত পাশ ফিরে শুয়ে হাঁটু ভাজ করে বুকের কাছাকাছি এনে শুয়ে থাকলে সাময়িক প্রশান্তি পাওয়া যায়।

【5】ম্যাসাজ ।
মাসিকের সময় শরীর ম্যাসাজ করিয়ে নিন ভালো কোনো পার্লারে গিয়ে অথবা ম্যাসাজে অভিজ্ঞ কারো কাছে। কারণ মাসিকের সময় পুরো শরীর ম্যাসাজ করিয়ে নিলে শরীর শিথিল থাকে এবং তলপেট ব্যথা কিছুটা কম হয়। ফলে মাসিকের সময় প্রশান্তি পাওয়া যায়।

THANK YOU ALL 

A N I _____

No comments

Powered by Blogger.