নখ দেখেই বুঝে নিন আপনার কি রোগ হতে চলেছে

নখ দেখেই বুঝে নিন আপনার কি রোগ হতে চলেছে



Nails type for health



শরীরে কোনও রোগ বাসা বাঁধছে কি না, তা বলে দেয় মানুষের নখ৷ নখের কিছু বৈশিষ্ট জানান দেয়, শরীরে কিছু রোগের লক্ষণ৷ অনেক সময়ই দেখা যায়, নখে কিছু দাগ বা স্পট দেখা দিয়েছে৷ আপনার স্বাস্থ্য কেমন, তা জানিয়ে দেয় নখের উপর কিছু পরিবর্তন৷ নখ শরীরের একটা অংশ, এতেই প্রতিয়মান হয় আপনার
হতে যাওয়া রোগ ব‍্যাধীর।

অনেকের একটা বদঅভ্যাস আছে দাঁত দিয়ে নখ কামড়ে কামড়ে কাটে, এটি খুবই খারাপ। এতে কোন ধরনের লক্ষণ ছাড়াই আপনার রোগব্যাধি হবেই, কারণ নখের ময়লা, জীবাণু সব আপনার পেটেই যাচ্ছে। তাই এই কাজটি ভুলেও করবেন না ।
শরীরের অসুস্থতা নিয়ে ৫টি গুরুত্বপূর্ণ তথ্য, যা নখ বলে দেয়৷



শরীরের অসুস্থতা নিয়ে ৫টি গুরুত্বপূর্ণ তথ্য

【1】সোরিয়াসিস ত্বকের সমস্যা৷ তবে অনেকের নখেও দেখা দেয়৷ সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা কম হলে নখে সোরিয়াসিস হয়৷ নখ খুবই ভঙ্গুর হয়ে যায় এ ক্ষেত্রে৷ আপনি হালকা কিছুও নখ দিয়ে উঠাতে পারছেন না, তাহলে বুঝে নিন আপনার সোরিয়াসিস রোগ ।

【2】যদি দেখেন সাদা নখের উপরের ভাগে গোলাপী স্ট্রাইপ, তা হলে চিন্তার৷ এই ধরনের নখ মানে লিভারের গোলমাল৷ লিভারের আকৃতি ঠিক আছে কিনা, পরীক্ষা করানো দরকার৷ এতে বিচলিত না হয়ে যথাযথ চিকিৎসা নিতে হবে।

【3】নখের রং যদি ফ্যাকাসে বা হলেদেটে হয়, তা হলে তা ডায়াবিটিস হওয়ার পূর্ব লক্ষণ৷ আপনার ডায়াবেটিস পরিক্ষা করাতে হবে। প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

【4】নখ অনেক সময় অনেকের সহজেই ভেঙে যায়৷ এ ক্ষেত্রে চিকিত্‍সা বিজ্ঞানীরা বলছেন, থাইরয়েড পরীক্ষা করান৷ ভঙ্গুর নখ অনেক সময় হাইপোথাইরয়েডিজম-এর লক্ষণ৷ এছাড়া ভিটামিন এ, ভিটামিন সি ও বায়োটিনের অভাব থাকতে পারে শরীরে৷ এক্ষেত্রে প্রয়োজনীয় ঔষধ সেবন করলে ঠিক হয়ে যাবে। তবে চিন্তিত হবার কোন কারণ নেই।

【5】নখের নীচের অংশে অনেকের অর্ধচন্দ্রাকৃতি দাগ থাকে৷ এটি ফুসফুসের সমস্যার জানান দেয়৷ অর্থাত্‍ আপনার ফুসফুস বেশি অক্সিজেন রক্তে মেশাতে পারছে না৷ এই ধরনের নখের ক্ষেত্রে অনেক সময় নীলচে ভাবও দেখা যায়৷


THANK YOU ALL 

A N I _______

No comments

Powered by Blogger.