ঘরোয়া উপায়ে বন্ধ করুন মাড়ি থেকে রক্তঝরা

 

Gum blooding

ঘরোয়া উপায়ে বন্ধ করুন মাড়ি থেকে রক্তঝরা ।


দুর্বল মাড়ি বেয়ে রক্ত ঝরা খুব স্বাভাবিক। খাবারের অসাবধানতা কিংবা আঠালো খাবার খাওয়ার ফলে দাঁতের মাড়ি দুর্বল হয়ে পড়ে,সেই থেকেই রক্ত নির্গমন হয়ে থাকে, অনেকের ব্রাশ করার সময় রক্ত বের হয়ে থাকে। কারণ যাই হোক আপনি ঘরোয়া উপায়ে মাড়ির রক্ত নির্গমন বন্ধ করতে পারেন। তবে এটি যদি দীর্ঘদিন ধরে চলে, তবে অব্যশই ডেন্টিস্টের পরামর্শ নেওয়া উচিত। ঘরোয়াভাবে দাঁতের মাড়ির রক্ত বন্ধ করার উপায়গুলো জেনে নেওয়া যাক।


【1】লেবু পানি । 

এক গ্লাস পানিতে অর্ধেকটা লেবুর রস দিয়ে দিন। এটি দিয়ে কুলকুচি করুন খাবার খাওয়ার পর। এটি দাঁত থেকে রক্তপাত পড়া দ্রুত বন্ধ করে দেয়।

লেবুতে রয়েছে প্রাকৃতিক গুনাগুন, যা আপনার রক্ত নির্গমন বন্ধ করতে সাহায্য করবে। আপনার মাড়ি হবে শক্ত মজবুত । 


【2】টি ট্রি অয়েল । 

2008 সালে Australian Dental Journal এর মতে টি ট্রি অয়েল দাঁতের রক্ত পড়া বন্ধ করতে বেশ কার্যকর। দাঁত ব্রাশ করার সময় টুথপেস্টে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে ব্যবহার করুন। এইভাবে দিনে দুইবার দাঁত ব্রাশ করুন। এছাড়া টি ট্রি অয়েল সমৃদ্ধ টুথপেস্ট ব্যবহার করুন।


【3】হেনা মাউথ ওয়াশ । 

500 মিলিলিটার পানিতে এক মুঠো হেনা পাতা দিয়ে জ্বাল দিন। ঠান্ডা হলে এটি দিয়ে কুলকুচি করুন। প্রতিদিন খাওয়ার পর দুইবার এটি ব্যবহার করুন। নিয়মিত ব্যবহারে এটি মাড়ির রক্তপাত বন্ধ করে দেবে।


【4】লবঙ্গের তেল । 

আঙ্গুলে লবঙ্গের তেল নিয়ে দাঁতে মাড়িতে ম্যাসাজ করুন। এছাড়া কয়েকটি লবঙ্গ চিবিয়ে খান। লবঙ্গ মাড়ির ইনফ্লামেশন দূর করে, মাড়ি শিরশির ভাব দূর করে দেয়। যা রক্তপাত বন্ধ করে।


【5】অ্যালোভেরা জেল । 

অ্যালোভেরা জেল দিয়ে কমপক্ষে আধা ঘণ্টা ম্যাসাজ করুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি দিনে একবার করুন। এছাড়া অ্যালোভেরা জেলের জুস মুখে নিয়ে কুলকুচি করুন। এছাড়া প্রতিদিন দুই চা চামচ অ্যালোভেরা জুস পান করুন। অ্যালভেরার অ্যান্টি ইনফ্লামেটরী উপাদান মাড়ির রক্তপাত বন্ধ করে দেবে।


【6】তিলের তেল । 

এক টেবিল চামচ তিলের তেল মুখে নিয়ে সম্পূর্ণ দাঁতে ম্যাসাজ করুন। এটি ১৫ মিনিট করুন। তারপর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি প্রতিদিন করে একমাস ব্যবহার করুন। তিলের তেল আয়ুবের্দিক একটি দাঁতের মাড়ির রক্ত বন্ধ করার জন্য।


THANK YOU ALL

A N I ______

No comments

Powered by Blogger.