সাধারণ জ্ঞান

A N I 

THE GENARAL KNOWLEDGE

KONW YOUR WORLD WITH CONFIDENCE


Genaral knowlegde



আমরা যত বেশি পড়বো তত বেশী শিখবো। শিক্ষার কোন বয়স নেই। কিছু কিছু জ্ঞান আছে যা আপনি ঝটপট শিখে নিতে পারেন। আপনার জ্ঞানের পরিধি বাড়বে। সমাজে আপনার মূল‍্যায়ণ বাড়বে। কিছু কিছু ছোট ছোট জ্ঞানের কথা আপনার কথাবার্তার ধরণ বদলে দেবে। আপনি জানা শোনার জন্য এখন আর পড়ার টেবিল কিংবা ব‌ই পুস্তকের প্রয়োজন নেই। একটু চোখ কান খোলা রাখলেই চলবে । আসুন কিছু সাধারণ জ্ঞান সংক্ষেপে জেনে নিই। 


【1】মানুষের আঙ্গুলের ছাপ মস্তিস্কের থেকেও বেশী তথ্য বহন করে।

【2】জিরাফের লম্বা গলায় মোট 7টি হাড় আছে।

【3】DELL কম্পিউটার কোম্পানির মালিক মাইকেল ডেল মাত্র 19 বছর বয়সে 1000 ডলার নিয়ে ব্যবসা শুরু করেছিলেন।

【4】এক ব্যাগ রক্ত দিতে সময় লাগে 45 থেকে 60 মিনিট।

【5】অ্যান্টার্কটিকাতে সবচেয়ে মোটা (প্রস্থে) বরফের টুকরাটি কতো মোটা জানেন?? 3 মাইল।

【6】প্রতি মিনিটে পুরো বিশ্বে 6000 বা তার অধিকবার বজ্রপাত হয়!

【7】সূর্য পৃথিবী থেকে 330330 গুন বড়।

【8】বাদুড়ের পায়ের হাড্ডি এতটাই নরম যে, এরা হাঁটতে পারে না।

【9】একজন মানুষ এর পক্ষে কখনই চোখ খোলা রেখে হাঁচি দেয়া সম্ভব না।

【10】আপনার শরীরে যে পরিমান কার্বন আছে তা দিয়ে 9000 পেন্সিল বানানো যাবে।

【11】আপেল খেতে যতই স্বাদ লাগুক, জেনে নিন, আপেলের 84 ভাগই পানি।

【12】একজন পরিণত মানুষের দেহে কোশের সংখ্যা প্রায় 75 ট্রিলিয়ন।

【13】জাপানের মোট স্থলভাগের 70% এর বেশি হলো পাহাড়!! এর মধ্যে আছে 200 এর বেশি আগ্নেয়গিরি।

【14】রক্তদানের পর যেটুকু রক্ত আপনি দিন তা পুনরায় আপনার শরীরে তৈরি হতে সময় নেয় মাত্র 24-48 ঘণ্টা।

【15】প্রতিদিন মানুষের হৃদপিন্ড 1,03,689 বার স্পন্দিত হয়।

 এবং প্রতিদিন মানুষের ফুসফুস 23,045 বার শ্বাসপ্রশ্বাসিত করে ।

【16】অগাস্ট মাসে জন্মহার অন্য সব মাসের চেয়ে বেশি?? অর্থাৎ, বিশ্বে অগাস্ট মাসেই সবচেয়ে বেশি জন্মদিন পালন করা হয়।

【17】অস্ট্রেলিয়াতে এক ধরনের কেঁচো পাওয়া যায় যা লম্বায় 10 ফুট পর্যন্ত হতে পারে।

【18】একটি জিরাফের বাচ্চা জন্মানোর সময় প্রায় 5 ফিট উপর থেকে মাটিতে পড়ে, কিন্তু অধিকাংশ সময়ই এরা ব্যাথা পায় না বা আহত হয় না।

【19】শুধু মানুষ নয়, আয়না দেখে নিজেদের চিনতে পারে আরো দুটো প্রানি, শিম্পাঞ্জি এবং ডলফিন। 

【20】সুইজারল্যান্ডে শব্দ করে গাড়ির দরজা আটকানো বেআইনি।


THANK YOU ALL

A N I _______


No comments

Powered by Blogger.