নগদ' নিয়ে এসেছে ডিজিটাল পে-রোল সল‍্যুশন

A N I
THE SOCIAL AND ECONOMICS
NAGAD __BANGLADESH POST OFFICE


nagad bangladesh post office



নগদ' নিয়ে এসেছে ডিজিটাল পে-রোল সল‍্যুশন

বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং আর লেনদেনের জয়জয়কার। মানুষের লেনদেন ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেই নিয়ে নিরাপদ লেনদেনের চিন্তা ছিল প্রযুক্তিবিদদের। তার‌ই ধারাবাহিকতায় বাংলাদেশ ডাক বিভাগের লেনদেন ভিত্তিক ডিজিটাল মার্কেটিং সিস্টেম "নগদ" ইতিমধ্যে দেশ ব‍্যাপি সাড়া ফেলেছে।


এই সেবার কারণে বাংলাদেশের বিভিন্ন শিল্প কারখানার মালিকগন তাদের শ্রমিকদের বেতন ভাতা,আর্থিক লেনদেন ও সঞ্চয়ের ক্ষেত্রে এসেছে আমুল পরিবর্তন। নগদের এই সেবার সুবিধা সমূহ ,,,

বাংলাদেশের বিভিন্ন শিল্পখাত,বিশেষ করে ফ‍্যাক্টরি সেক্টরে আর্থিক লেনদেনের সুবিধার জন্য ডাক বিভাগের ফাইন‍্যান্সিয়াল সার্ভিস 'নগদ' নিয়ে এসেছে "ডিজিটাল পে-রোল সল‍্যুশন" সার্ভিস। এই সেবার কারণে বাংলাদেশের বিভিন্ন শিল্প কারখানার মালিক ও তাদের শ্রমিক ভাই বোনদের বেতন-ভাতা,আর্থিক লেনদেন ও সঞ্চয়ের ক্ষেত্রে এসেছে যুগান্তকারী বিপ্লব।


সম্প্রতি নগদ নিয়ে এসেছে তাদের নতুন সল‍্যুশন পে-রোল সল‍্যুশন ।
আসুন জেনে নিই এর সুবিধা সমূহ _______

【1】শ্রমিকগন এক‌ই এ্যাকাউন্ট থেকে টাকা গ্রহণ করতে পারবেন। এবং পাঠাতেও পারবেন।
【2】টাকা তুলতে ব‍্যাংক কিংবা বুথের ঝামেলা পোহাতে হবে না ।
【3】আপনার অফিসের সময় অনেক বেচে যাবে। অফিসের কাজে আসবে আরো গতি এবং প্রগতি।
【4】আপনার যখন যা প্রয়োজন তুলে খরচ করতে পারবেন।
【5】আপনার যে কোন সমস্যা হলে তাদের প্রতিনিধিকে ফোন করলেই সমাধান করে দেবে। প্রতিটি এলাকায় এজন্য প্রতিনিধি নিয়োগ করা থাকে।
【6】যারা সল্প আয়েশা মানুষ তাদের জন্য খুবই ভালো সিস্টেম। অল্পস্বল্প যা টাকা হয় মুনাফা ভালো এবং নিরাপদ থাকে।
【7】জরুরী ভিত্তিতে টাকা পাঠানো যায় যে কোন সময় ।
【8】এই লেনদেন পুরোটাই ফ্রি। কোন ট‍্যাক্স লাগে না।
【9】আপনার অফিসের কাজ হবে আরো সহজ এবং ডিজিটাল।
【10】এই ডিজিটাল পে-রোল সিস্টেমের যে কোন দিন যে কোন সময় রেজিস্ট্রেশন করা যায়।

THANK YOU ALL
A N I _________

No comments

Powered by Blogger.