মোনাকো । কোটিপতির দেশ ।

A N I
THE OTHER DOOR
10 SUPER FACT OF MONACO
মোনাকো । কোটিপতির দেশ ।

মোনাকো পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ। আর পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম দেশ হলো ভ‍্যাটিকান সিটি। এই ভ‍্যাটিকান সিটির পরেই মোনাকো।ইউরোপের ছোট্ট দেশ মোনাকো তিন দিক থেকেই ফ্রান্স দ্বারা বেষ্টিত। বাকি একদিকে রয়েছে ভূমধ্যসাগর।  মোনাকোর আয়তন মাত্র দুই বর্গ কিলোমিটার। মোনাকোর রাজধানীর নাম মোনাকোর ভিলি। এই ক্ষুদ্রতম দেশে চার দিক থেকে মোট চারটি পাড়া আছে। মোনাকো ভিলি তার‌ই একটি পাড়া।

মোনাকোর অধিকাংশ মানুষ কোটিপতি। মোনাকোর মানুষের মাথা পিছু আয় প্রায় দেড় কোটি টাকা। মোনাকোতে কোন ধরনের ট‍্যাক্স দিতে হয় না, এই জন‍্য‌ই পৃথিবীর ধন মানুষ গুলো সেখানে গিয়ে বস্তির মতো গাদাগাদি করে থাকে। তবে এখানে জিনিস পত্রের দাম অনেক বেশি। এখানকার বাসা বাড়ির মতোই রাস্তা গুলো অনেক দামি। তাই এখানকার রাস্তা গুলোতে কোন সস্তা গাড়ি চলে না। সব গাড়িই এখানকার বিলাসবহুল দামি গাড়ি।



Monaco city


10 SUPER FACT OF MONACO .

【1】মোনাকো একটি রাজপরিবার কর্তৃক প্রায় সাত শত বছর ধরে পরিচালিত হয়ে আসছে। এর বর্তমান শাসকের নাম রাজপুত্র দ্বিতীয় আলবার্ট।
【2】দেশটি এতোটাই ছোট যে আমাদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর‌ও এর চেয়ে আটগুন বড়।
【3】মোনাকো'তে কোন ইনকাম ট‍্যাক্স নেই। কোন ব‍্যবসা প্রতিষ্ঠানের জন‍্য‌ও ইনকাম ট‍্যাক্স দিতে হয় না ।
【4】এখানকার বাসা ভাড়া নিউইয়র্ক ও হংকংয়ের চেয়েও বেশী। মাত্র এক বেডরুমের একটি বাসার দাম কম করেও 12 কোটি টাকা। আর সাধারণ দুই তিন বেডরুমের একটি ফ্লাইটের ভাড়া 20 কোটি টাকা থেকে দেড়শ কোটি টাকা।
【5】মোনাকোর ক‍্যাসিনো সারা বিশ্বে বিখ্যাত। কিন্তু অবাক করা ব‍্যপার হলো এই ক‍্যাসিনো গুলোতে মোনাকোর নাগরিকদের প্রবেশ করা আইনগত নিষিদ্ধ।
【6】মোনাকো পৃথিবীর সবচেয়ে ঘন বসতি পূর্ণ দেশ। এদেশে মোট জনসংখ্যা প্রায় সাড়ে আটত্রিশ হাজার ।
【7】মোনাকোতে একটি অ্যাপার্টমেন্ট কিনতে চাইলে আপনার খরচ হবে কম পক্ষে পাঁচ শত কোটি টাকা। এই দাম প্রতি বছর বেড়েই চলেছে।
【8】মোনাকোর নাগরিকদের প্রতি তিন জনের মধ্যে একজন মিলিয়নিয়ার।
【9】মোনাকোর নাগরিকত্ব পেতে হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে একটানা দশ বছর বসবাস করতে হবে।
【10】মোনাকোর দারিদ্রতার হার শূন্য। একে বারেই শূন্য।

THANK YOU ALL
A N I ________

No comments

Powered by Blogger.