মোনাযাতে কি কি দোয়া করবেন । কাদের জন্য করবেন ।



A N I
ANWAR NURUL ISLAM
THE ISLAMIC STUDY AND KNOWLEDGE
মোনাযাতে কি কি দোয়া করবেন । কাদের জন্য করবেন ।

【1】 নিজের গুনাহ মাফের জন্য দোয়া করবেন।
【2】 গুনাহ থেকে বেছে থাকার জন্য দোয়া করবেন।
【3】 আল্লাহর অনুগত বান্দা হওয়ার জন্য দোয়া করবেন।
【4】 সুন্নাহ মেনে চলা সহজ হওয়ার জন্য দোয়া করবেন।
【5】 নিজের হেদায়েতের জন্য দোয়া করবেন।
【6】 ইসলামের উপর টিকে থাকার জন্য দোয়া করবেন।
【7】 মোনাফেকি থেকে মুক্ত থাকার জন্য দোয়া করবেন।
【8】 নিজের পরিবারবর্গের জন্য দোয়া করবেন।
【9】 পিতামাতার জন্য দোয়া করবেন।
【10】 সন্তান সন্ততির জন্য দোয়া করবেন।
【11】 সন্তান সন্ততির স্বামী-স্ত্রী নিজের জন্য নয়ন তৃপ্তিকর হওয়ার জন্য দোয়া করবেন।
【12】 স্বামী স্ত্রীর মধ্যে সু-সম্পর্ক বজায় থাকার জন্য দোয়া করবেন।
【13】 সমস্ত মুসলিম উমমাহর জন্য দোয়া করবেন।
【14】 ছেলে মেয়েদের ইসলামী শিক্ষা দেওয়া সহজ হওয়ার জন্য দোয়া করবেন।
【15】 ছেলে মেযেরা য়াতে ইসলামের উপর থাকে সেজন্য দোয়া করবেন।
【16】 আত্নীয় স্বজনদের জন্য দোয়া করবেন।
【17】 যারা আপনার কাছে দোয়া চেয়েছে তাদের জন্য দোয়া করবেন।
【18】 যে সমস্ত আত্মীয় স্বজন মারা গেছে তাদের মাগফিরাতের জন্য দোয়া করবেন।
【19】 ইসলামের পথে থাকা সহজ জন্য দোয়া করবেন।
【20】 ইমলামের সঠিক পথে থাকার জন্য দোয়া করবেন।
【21】 ইসলামের সম্প্রসারণের জন্য দোয়া করবেন।
【22】 ইসলামের সম্প্রসারণে নিজের সামিল হওয়ার জন্য দোয়া করবেন।
【23】 ইসলামের জন্য বুককে সম্প্রসারণ করার জন্য দোয়া করবেন।
【24】 আপনার প্রয়োজন পুরনের জন্য দোয়া করবেন।
【25】 রোগমুক্তির জন্য দোয়া করবেন।
【26】 হালাল রিজিক সহজ হওয়ার জন্য দোয়া করবেন।
【27】 হারাম কাজ থেকে বেচে থাকার জন্য দোয়া করবেন।
【28】 সহজে রিণ পরিশোধ হওয়ার জন্য দোয়া করবেন।
【29】 কাফেরদের উতপীড়ন থেকে নিরাপদ থাকার দোয়া করবেন।
【30】 নিজেকে অন্যের উপর বোঝা স্বরুপ না হওয়ার দোয়া করবেন।
【31】 অন্যের কাছে অপদস্ত না হওয়ার দোয়া করবেন।
【32】 বদ নজর থেকে বাচার জন্য দোয়া করবেন।
【33】 বিপদ,বলা মছিবত থেকে বেচে থাকার জন্য দোয়া করবেন।
【34】 বিদাত থেকে বেচে থাকার জন্য দোয়া করবেন।
【35】 শিরক থেকে বেচে থাকার জন্য দোয়া করবেন।
【36】 লোক দেখানো ইবাদত থেকে মুক্ত থাকার জন্য দোয়া করবেন।
【37】 ঈমান বৃদ্ধির জন্য দোয়া করবেন।
【38】 সকল অবস্থায় খাটি ঈমানদার হয়ে থাকার জন্য দোয়া করবেন।
【39】 ঈমানী মৃত্যুর জন্য দোয়া করবেন।
【40】 বদ অভ্যাস থেকে মুক্ত থাকার জন্য দোয়া করবেন।
【41】 জান্নাতুল ফিরদাউস এর জন্য দোয়া করবেন।
【42】 জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করবেন।
【43】 কবরের আজাব থেকে মুক্তির জন্য দোয়া করবেন।
【44】 সকাল বিকাল জিকির করা সহজ হওয়ার জন্য দোয়া করবেন।
【45】 প্রতিদিন কোরান তিলওয়াত করা সহজ হওয়ার জন্য দোয়া করবেন।
【46】 নবীজীর শাফায়াত নসীব হওয়ার জন্য দোয়া করবেন।
【47】 দজ্জালের ফিতনা থেকে বেচে থাকার জন্য দোয়া করবেন।
【48】 সকল রকম ফিতনা থেকে মুক্তির জন্য দোয়া করবেন।
【49】 মনে যাতে মুমিনদের প্রতি হিংসা উতপাদন না হয় সে জন্য দোয়া করবেন।
【50】 নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করা ।

THANK YOU ALL.
A N I .

No comments

Powered by Blogger.