দোয়ায়ে সানা । আরবি । বাংলা । অর্থ । অনুবাদ ।




A N I
ANWAR NURUL ISLAM
THE ISLAMIC KNOWLEDGE AND STUDY
দোয়া । সানা । আরবি । বাংলা । অর্থ । অনুবাদ ।

■ আরবি-উচ্চারন ৷

سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَلَا إِلَهَ غَيْرُكَ


■ বাংলা-উচ্চারন ৷
সোবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া তাবারাকাস্মুকা, ওয়া তা'আলা জাদ্দুকা ওয়া লা-ইলাহা গাইরুকা।

■ বাংলা অর্থ ৷
হে আল্লাহ্!আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি। তুমি প্রশংসাময় ,তোমার নাম বরকতময়,তোমার মর্যাদা অতি উচ্চে,আর তুমি ব্যতীত সত্যিকার কোন মা'বূদ নেই।

■ জায়নামাজের দোয়া ৷
জায়নামাজের দাড়িয়ে নামাজ শুরুর পূর্বই এই দোয়া পড়তে হয় ৷
বাংলা উচ্চরন_ইন্নি ওযাজ্জাহতু ওয়াজ হিয়া লিল্লাজি, ফাত্বরস সামা-ওয়া-তি ওয়াল আরদ্বঅ হানি-ফাওঁ ওয়ামা-আনা মিনাল মুশরিকী-ন।

■ নামাজের নিয়ত ৷
নামাজের ইচ্ছা করাই হচ্ছে নামাজের নিয়াত করা ৷ মুখে উচ্চরণ করা জরুরী নয়, তবে মুস্তাহাব।
তাকবীরে তাহরীমা-আল্লাহু আক বার, অর্থ -আল্লাহ মহান।

■ নামাজরে শেষে দোয়া ।
প্রত্যেক ওয়াক্ত ফরজ নামাজের ছালাম ফিরাইয়া নিম্নোক্ত দোয়া ও দরুদ শরীফ পড়তে হয়
তিন বার : আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ,
লা-ইলাহা ইল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি শাইয়িন কাদীর,এক বার  ।

■ ছুবহানাল্লাহ তেত্রিশবার, আলহামদু লিল্লাহ তেত্রিশবার,আল্লাহু আক্বার তেত্রিশবার।
এসতেগফার < তিনবার
 আছতাগফিরুল্লাহাল্লাজী লা-ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কায়্যুম ওয়া আতুবু ইলাইহে।

■ দরুদ শরীফ ৷
আল্লাহুম্মা ছল্লে আলা ছাইয়েদীনা মুহাম্মদিন ওয়াআলা আলে ছাইয়েদেনা মুহাম্মাদিন ওযাবারিক ওয়াছাল্লিম।
■ জিকির ৷
【1】 লা-ইলাহা ইল্লাল্লাহ (একশত বার)
【2】 ইল্লাল্লাহ         (একশত বার)
【3】 আল্লাহু         (একশত বার)
আয়াতুল কুরসী < একবার ।

■ প্রত্যেক সালাতের পর একবার, সূরা ইখলাস, সূরা আল-ফালাক ও সূরা আন-নাছ পড়তে হয় ।


THANK YOU ALL.
A N I. 

No comments

Powered by Blogger.