হেরে যাওয়া, হার মানা কোনটাই আপনাকে শোভা পায় না ।




■ THE HUMAN
বিজ্ঞান বলে একজন প্রাপ্ত বয়স্ক সুস্থ্য পুরুষ একবার মেলামেশা করলে যে পরিমান বীর্য বাহির হয় তাতে ২০ কোটি শুক্রাণু থাকে । তাহলে, সেই অনুযায়ি মেয়েদের গর্ভে যদি সেই পরিমান শুক্রানু স্থান পেতো তাহলে ২০ কোটি বাচ্চা তৈরি হতো ! তাহলে সত্যিকারার্থে হচ্ছেটা কি ?


আসল, এই ২০ কোটি শুক্রাণু মায়ের জরায়ুর দিকে পাগলের মত ছুটতে থাকে, জীবিত থাকে মাত্র ৩০০-৫০০ শুক্রাণু। আর বাকিরা ?আর বাকিরা এই ছুটে চলার পথে ক্লান্ত অথবা পরাজিত হয়ে মারা যায় । 

এই ৩০০-৫০০ শুক্রাণু যে গুলো ডিম্বানুর কাছে যেতে পেরেছে তাদের মধ্যে মাত্র একটি মহা শক্তিশালী শুক্রাণু ডিম্বানুকে ফার্টিলাইজ করে, অথবা ডিম্বানুতে আসন গ্রহন করে। সেই ভাগ্যবান শুক্রাণুটি হচ্ছে আপনি কিংবা আমি, অথবা আমরা সবাই ।


কখনও কি এই মহাযুদ্ধের কথা ভেবে দেখেছেন ?
【1】 আপনি যখন দৌড় দিয়েছিলেন" তখন ছিল না কোন চোঁখ হাত পা মাথা, তবুও আপনি জিতেছিলেন।
【2】 আপনি যখন দৌড় দিয়েছিলেন"তখন আপনার ছিলো না কোন সার্টিফিকেট, ছিলো না মেধা মস্তিষ্ক তবুও আপনি জিতেছিলেন ।
【3】 আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার ছিলো না কোন শিক্ষা, কেউ সাহায্য করেনি তবুও আপনি জিতেছিলেন।
【4】 আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার একটি গন্তব্য ছিলো এবং সেই গন্তব্যের দিকে উদ্দেশ্য ঠিক রেখে একা একাগ্র চিত্তে দৌড় দিয়েছিলেন এবং শেষ অবধি আপনিই জিতেছিলেন।
【5】 আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন কিন্তু শুধু জেতার উদ্দেশ্যেই দৌড়ে ছিলেন, যার কারণে আপনাকে কেউ হারাতে পারেনি ।


■ এর পর _____
【1】 এর পর বহু বাচ্চা মায়ের পেটেই নষ্ট হয়ে যায় । কিন্তু আপনি মারা যাননি, প্রায় ১০ টি মাস পূর্ণ করতে পেরেছেন ।
【2】 বহু বাচ্চা জন্মের সময় মারা যায় কিন্তু আপনি টিকেছিলেন ।
【3】 বহু বাচ্চা জন্মের প্রথম ৫ বছরেই মারা যায়। আপনি এখনো বেঁচে আছেন ।
【4】 অনেক শিশু অপুষ্টিতে মারা যায়। আপনার কিছুই হয়নি ।
【5】 বড় হওয়ার পথে অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনি এখনো আছেন ।


■ কিন্তু আজ______
★ আপনি কিছু একটা হলেই ঘাবড়ে যান,
★ নিরাশ হয়ে পড়েন, কিন্তু কেন?
★ কেনো ভাবছেন আপনি হেরে গিয়েছেন ?
★ কেন আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন ?
★ এখন আপনার বন্ধু বান্ধব, ভাই বোন, সার্টিফিকেট, সবকিছু আছে।
★ হাত-পা আছে, শিক্ষা আছে, প্ল্যান করার মস্তিষ্ক আছে, সাহায্য করার মানুষ আছে, তবুও আপনি আশা হারিয়ে ফেলেছেন। যখন আপনি জীবনের প্রথম দিনে হার মানেননি । ২০ কোটি শুক্রাণুর সাথে মরণপণ যুদ্ধ করে, ক্রমাগত দৌড় দিয়ে কারো সাহায্য ছাড়াই প্রতিযোগিতায় একাই বিজয়ী হয়েছেন।


■ দৌড়ঝাঁপ ।
পৃথিবী জুড়ে প্রচণ্ড প্রতিযোগিতা চলছে । স্কুল কলেজে , ব‍্যবসা বানিজ্যে, চাকুরী, কর্মক্ষেত্রে । আজ মানুষ শুধু একটা দিন টিকে থাকার জন্য লড়াই করে চলছে । 

কিন্তু তার পরেও দেখা যায় অনেকেই সাফল্যের শিখরে উঠে হাসছে , হাঁ আপনি ঠিকই দেখেছেন, এরা হলো এই প্রতিযোগিতায় টিকে থাকা মানুষ গুলোই , যারা কখনোই ভাবেনি যে তারা হেরে যাবে । হেরে যাওয়া আর হার মানা কিন্তু সমান আলফাজ নয় । তাই হার মানলে চলবে না ।

No comments

Powered by Blogger.