শায়খুল হাদীস আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম দাঃবাঃ

শায়খুল হাদীস আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম দাঃবাঃ


A N I
ANWAR NURUL ISLAM
THE ISLAMIC STUDY AND KNOWLEDGE
KNOW THE REAL MAN | KNOW THE TRUE MAN
শায়খুল হাদীস আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম দাঃবাঃ |

■ নাম |
শায়খুল হাদীস আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ( দাঃবাঃ )
■ পিতার নাম |
কুতুবুল আলম সৈয়দ মুহাম্মদ ফজলুল করীম রহঃ
■ দাদার নাম |
আল্লাহর কুতুব সৈয়দ ইসহাক সাহেব রহঃ
■ পড়ালেখা |
চরমোনাই কামিল মাদরাসা,বরিশাল যাত্রাবাড়ী মাদরাসা,ঢাকা হাটহাজারী মাদরাসা,চট্টগ্রাম দারুল উলুম দেওবন্দ মাদরাসা,ভারত ।
■ উপাধী |
মুফাক্কীরে ইসলাম,শায়খে চরমোনাই, পীরে কামেল চরমোনাই ।

■ বতর্মান দায়িত্ব |
বাংলাদেশ মুজাহিদ কমিটির সন্মানিত নায়েবে আমীর
এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর।

■ সাবেক দায়িত্ব |
হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সন্মানিত নায়েবে আমীর। আহলে সুন্নাত  ওয়াল জামাত এর সম্মানিত যুগ্ম আহ্বায়ক  পরবর্তী  সহ-সভাপতি ।

■ যাদের খেলাফত পেয়েছেন |
আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করীম, পীর সাহেব চরমোনাই রহঃ শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি সাহেব দাঃবাঃ আমীর,হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং শাইখুল মাশায়েখ,মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান সাহেব দাঃবাঃ

তিনি এমন একজন মানুষ যিনি একাধারে একজন ধর্মীয় নেতা,একজন হক্কানী কামেল পীর,রাজনৈতিক নেতা, ইসলামীচিন্তাবীদ ও গবেষক, লেখক,
শাইখুল হাদীস, একজন দাতা, দেশ বিদেশে সুখ্যাতি সম্পন্ন নন্দিত আলেম, প্রমান ভিত্তিক তাথ্যিক স্কলার, বাংলার কোটি কোটি মানুষ এর রাহবার।

তিনিই একমাত্র ব্যক্তি যিনি আল্লামা আহমদ শাহ আহমদ শফি সাহেব হুজুর এর মুখ থেকে বাংলার বাঘ উপাধী পেয়েছেন।
যিনি সৌদিআরবের ৪টি মন্ত্রনালয়ের রাষ্ট্রীয় মেহমান ছিলেন। যিনি সৌদি আরবের আজীবনের রাষ্ট্রীয় মেহমান।


THANK YOU ALL
AN I 

No comments

Powered by Blogger.