10টি বিষয় বস্তু নিয়েই আপনি জীবন যাপন করছেন

10 SINGNS YOU'RE DOING WELL IN LIFE . 10টি বিষয় বস্তু নিয়েই আপনি জীবন যাপন করছেন।


A N I .
7 | JANUARY | 2020 |
10 SINGNS YOU'RE DOING WELL IN LIFE .
10টি বিষয় বস্তু নিয়েই আপনি জীবন যাপন করছেন।


【1】 YOU HAVE A ROOF OVER YOUR HEAD.
আপনার মাথার উপরে একটি ছাদ আছে । আপনি সব সময় মনে রাখবেন আমাদের জীবনটা খুবই সীমিত । আমরা কারো না কারো আনুগত্যের মধ্যেই আছি । আপনার ছাদের উপরেই একটা বিশাল খোলা আকাশ আছে ,তাকে উপভোগ করুন, অনূভবে রাখুন ।

【2】 YOU HAVE A GOOD HEART.
আপনার একটি সুন্দর হৃদয় আছে । আপনি সব সময় হাসি খুশি চলতে চেষ্টা করবেন । আপনার আশেপাশের মানুষ গুলোকেও হাসি খুশি রাখতে চেষ্টা করবেন । কারণ আপনার একটি পরিছন্ন হৃদয় আছে ।

【3】 YOU WISH GOOD FOR OTHER.
অন‍্যের জন্য মঙ্গল কামনা করবেন । অন‍্যের জন্য যতই মঙ্গল কামনা করবেন ততই সৃষ্টি কর্তা  আপনার মঙ্গল করবেন । মানুষের প্রতি, পৃথিবীর প্রতি হিংসা রাখা কোন ভাবেই উচিৎ নয় ।

【4】 YOU HAVE CLEAN WATER.
আপনি পরিস্কার পানি পান করছেন । আপনাকে সুস্থ থাকলে হলে বিশুদ্ধ পানি পান করতেই হবে । কারণ কথায় আছে পানির অপর নাম জীবন ।

【5】 YOU HAVE GOOD PARENTS.
আপনার পিতামাতা অত্যন্ত ভালো মনের মানুষ । পিতামাতা হলো একজন মানুষের ভিত্তি, এখান থেকেই মানুষকে মানুষ হতে শিক্ষা নিতে হবে ।

【6】 SOMEONE CARES FOR YOU .
কেউ একজন আপনার যত্ন নিচ্ছে । আপনার জীবন যাপন আপনার ভালো মন্দ শুধু আপনার উপর নির্ভর করে না। আপনার পেছনে কারো না কারো অনুপ্রেরণা অবশ্যই প্রয়োজন ।

【7】 YOU STRIVE TO BE BETTER.
আপনি ভালো কিছু করার জন্য সংগ্রাম করছেন । আপনার জীবন যাপন আরো উন্নত হোক এটা আপনি অবশ্যই চাইবেন ,আর সব সময় সেই লক্ষেই কাজ করবেন ।

【8】 YOU HAVE CLEAN CLOTHES.
আপনি পরিস্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করছেন । আপনার চাল চলন ,আপনার পোষাক আশাক আপনার সুন্দর পরিচয় বহন করবে । কাজেই আপনি সব সময় চেষ্টা করবেন পরিস্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরিধান করতে ।

【9】 YOU HAVE A DREAM.
আপনার কিছু সুন্দর স্বপ্ন আছে । স্বপ্ন আছে বলেই তো মানুষ বেঁচে আছে, বা বেঁচে থাকতে চায় । আপনি স্বপ্ন নিয়েই এগিয়ে যাচ্ছেন ,যা আপনার জীবনের এক একটা সোপান মাত্র ।

【10】 YOU ARE BREATHING.
আপনি জলজ্যান্ত একজন মানুষ । আপনি সব সময় নিজের জীবনকে অনূভব করছেন ,এর চেয়ে বাস্তব আর কিছুই হতে পারে না । 

THANK YOU ALL.
A N I.

No comments

Powered by Blogger.