জীবনে কি ভাবে সফল হবেন ? জেনে নিন কিছু ট্রিক্স

TRUE WORD'S | HOW TO SUCCESSED IN LIFE |  মূল্যবান বাণী | জীবনে কি ভাবে সফল হবেন |


A N I .
15 | DECEMBER | 2019 |
TRUE WORD'S | HOW TO SUCCESSED IN LIFE |
মূল্যবান বাণী | জীবনে কি ভাবে সফল হবেন |



HOW TO SUCCESSED IN LIFE 

【1】 TALK - SOFTLY  | কথাবার্তা - ধীরে ধীরে |
★ কথায় আছে ব‍্যাবহারে বংশের পরিচয় । তাই আপনি যখনই কথা বলবে চাই সে আপনার বন্ধু আপনার চেনা হোক অচেনা হোক সকলের সাথে নম্রভাবে ভদ্রভাবে কথা বলতে হবে ।

【2】 EAT - SENSIBLY | খাওয়া দাওয়া - সংবেদ‍্য |
খাওয়া দাওয়া একটি এবাদত , তাই আদব কায়দা গুলো শিখে নিন । অপচয় হতে বিরত থাকতে হবে । কোন ভাবেই খাওয়া অপচয় করা যাবে । আপনার চাহিদা অনুযায়ী সংবেদনশীল খাওয়া খেতে হবে । আপনার সময় অনুযায়ী খাওয়া গ্রহণ করতে হবে ।

【3】 BREATHE - DEEPLY | বিশ্রাম - নিগূঢ়ভাবে |
আপনাকে নিয়মিত বিশ্রাম করতেই হবে । আরামদায়ক বিশ্রাম করতে হবে । প্রশান্তি সহকারে বিশ্রাম করতে হবে । আপনি যে পরিমাণ পরিশ্রম করবেন সে অনুযায়ী বিশ্রাম করে নেবেন । আপনি যদি বিশ্রাম না করেন তাহলে অসুস্থ হয়েও যেতে পারেন ,তাই আপনাদের সঠিক পরিমাণে বিশ্রাম সেরে নিতে হবে।

【4】 SLEEP - SUFFICIENTLY | নিদ্রা - পর্যাপ্ত পরিমাণে |
ঘুম মানুষের ইন্দ্রিয় প্রশান্তির প্রধান নিয়ামক । সৃষ্টিকর্তা আপনাকে আমাকে এই ঘুমটা দিয়েছেন অনেক অনেক রহস্যময় ভাবে । এই ঘুমেই আপনার আগামীকাল এবং আপনার শারীরিক সুস্থতা কামনা করবে ।

【5】 DREES - SMARTLY | পোষাক - শালীনভাবে |
 মানুষ যখন থেকেই সভ‍্য হয়েছে তখন থেকেই পোশাকের রেওয়াজ চালু হয়েছে । আপনাকে আপনার ব‍্যক্তিত্ত রক্ষার জন্য অবশ্যই পোশাক পরিধান করতেই হবে । তবে খেয়াল রাখবেন এই পোশাক হতে হবে শালীন ভদ্র এবং সামাজিক । এই পোশাক যেন আপনার দাম্ভিকতা আপনার অহংকার তুলে না ধরে । পোশাক হতে হবে সঠিক মাপের ,অশ্লীল পোশাক পরিধান করা যাবে না। আপনার পোশাক যেন অন‍্যের কষ্টের কারণ না হয়।

【6】 ACT - FEARLESSLY | আইন - নির্ভয়ে |
প্রত‍্যেক দেশের, প্রত‍্যেক ধর্মের ভিন্ন ভিন্ন আইন রয়েছে, কিন্তু আইন অনেক দেশেই অনেক ধর্মেই আজ বিকৃত।আইন আজ অনেকের হাতের মুঠোয়।  তাই এই সব করা যাবে ,মানব সভ্যতা টিকিয়ে রাখতে হলে আইনকে আইনের গতিতেই চলতে দিতে হবে ,না হয় অপরাধ বৃদ্ধি পাবে ।

【7】 WORK - PATIENTLY | কাজ - অকাতরে |
আজ কাল কাজের ক্ষেত্র যেন কুরুক্ষেত্রে রুপান্তরিত হয়েছে । আপনি কাজ না করলে খাবেন কি ? কিন্তু কাজ আপনি পাবেন কোথায় ? আপনি কি কাজ করবেন ? এগুলো আপনাকে অবশ্যই বুঝে নিতে হবে । সংসারের হাল ধরতে হলে কঠোর পরিশ্রম করতে হবে ।

【8】 THINK - CREATIVELY | চিন্তা ভাবনা - সৃজনশীলতায় |
আপনার চিন্তা ভাবনা আপনাকে অনেক দুর নিয়ে যেতে পারবে আবার আপনার চিন্তা ভাবনা আপনাকে অনেক পিছিয়েও দিতে পারবে তাই আপনার চিন্তা চেতনা হতে হবে সৃজনশীল । সব সময় ভালো কিছু চিন্তা করতে হবে ।

【9】 BEHAVE - DECENTLY | আচরণ - নম্রভাবে |
কথায় আছে ব‍্যাবহারে বংশের পরিচয় । তাই আপনার আচার আচরণ হতে হবে নম্র ভদ্র এবং নমনীয় । আপনার আচরণ নিয়ে যেন কেন অভিযোগ করতে না পারে এই দিকে নজর রাখতে হবে ।

【10】 EARN - HONESTLY | আয় - সৎভাবে |
আপনি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন এই চিন্তা ছেড়ে দিন । কেননা এই চিন্তা আপনাকে অসৎ উৎসতে নিয়ে যাবে । আপনাকে আয় করতে হবে হালাল এবং সৎভাবে ।

【11】 SAVE - REGULARLY | সঞ্চয় - প্রত‍্যেহ |
আপনি যতই কম আয় করুন না কেন সেখান থেকে কিছু অংশ অবশ্যই সঞ্চয় করতে ভুলবেন না । কারণ আজকের সঞ্চয় আপনার আগামী দিনের ভিত্তি ।

【12】 SPEND - INTELLIGENTLY | ব‍্যয় - বুদ্ধিমত্তার সাথে |
আপনাকে ব‍্যয় করতে হবে আপনার আয়ের সাথ মিল রেখেই । আয়ের চেয়ে ব‍্যয় বেশী হলে আপনি এলোমেলো হয়ে যাবেন । আয়ের কোন তাল খুঁজে পাবেন না । তাই আপনাকে ব‍্যয় করতে হবে বুদ্ধিমত্তার সাথে ।

THANK YOU ALL.
A N I .

No comments

Powered by Blogger.