যে বিষয়গুলির জন্য আপনাকে ক্ষমাপ্রার্থী হতে হবে না

THINGS YOU DON'T NEED TO APOLOGIZE FOR | যে বিষয়গুলির জন্য আপনাকে ক্ষমাপ্রার্থী হতে হবে না |


A N I |
4 | OCTOBER | 2019 |
THINGS YOU DON'T NEED TO APOLOGIZE FOR |
যে বিষয়গুলির জন্য আপনাকে ক্ষমাপ্রার্থী হতে হবে না |

■ DON'T NEED TO APOLOGIZE FOR |
【1】 LOVING SOMEONE | কাউকে ভালোবাসলে |
ভালোবাসা কখনও অপরাধ নয় । কাউকে একান্ত ভালো লাগতেই পারে আপনার । আর তা নিয়ে চিন্তিত হ‌ওয়ার কোন কারণ নেই, আজ‌ই মন খুলে বলে দিন । কারণ এই অপরাধ টুকুর জন্য আপনাকে ক্ষমা প্রার্থনা করতে হবে না । তবে নিশ্চয় সেটা হতে হবে নিময় অনুসারে ।

【2】 SAYING NO | না' বললে |
যে কোন জটিল বিষয়ে কিংবা কারো কোন প্রশ্নের জবাবে আপনি যদি না বলুন তাহলে আপনাকে বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষমা প্রার্থনা করতে হবে না । কারণ বেশিরভাগ 'না ' ক্ষেত্রেই আপনার ভুল হ‌ওয়ার সম্ভাবনা কম থাকে ।
এখানে বলা যায় আপনি যে কোন বিষয়ে নিরবতা অবলম্বন করলেও আপনার ভুল হ‌ওয়ার সম্ভাবনা কম থাকে ।

【3】 FOLLOWING YOUR DREAM | নিজের স্বপ্নকে অনুসরণ করলে ।
আপনি আপনার লক্ষ্য অনুসরণ করলে আপনাকে ক্ষমা প্রার্থনা করতে হবে না । কারণ আপনি আপনার লক্ষ‍্যেই আছেন । তাই আপনার ভুল ভ্রান্তি হ‌ওয়ার সম্ভাবনা কম থাকে ।

【4】 TAKING "ME" TIME | "ME" TIME নেওয়া |
আমাকে একটু সময় দিন , অন্তত এই কথাটুকু বলার জন্য আপনাকে ক্ষমা প্রার্থনা করতে হবে না । সে কোন বিষয়ে ভেবে চিন্তে নামাই উত্তম । তাড়াতাড়ি করলে কিংবা তড়িঘড়ি করলে আপনার ভুল ভ্রান্তি হ‌ওয়ার সম্ভাবনা বেশী থাকে । তাই সময় নিয়ে নিন ।

【5】 YOUR PRIORITIES | আপনার অগ্রাধিকার |
আপনার প্রিয় বিষয়টিকে আপনি সব সময় অগ্রাধিকার দিয়ে থাকবেন । সেটাই স্বাভাবিক । আর এটাই নিময় । তাই এই অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে অনেক সময় অসংগতি হয়ে যায়, কিন্তু আপনি নিশ্চিত থাকুন, এর জন্য আপনাকে মোটেও ক্ষমা প্রার্থনা করতে হবে না ।

【6】 ENDING A TOXIC RELATIONSHIP | একটি বিষাক্ত সম্পর্ক শেষ হলে ।
অনেক টানা পোড়নের পর একটি বিষাদ যুক্ত, বিবাদ যুক্ত, কহল যুক্ত সম্পর্কে ইতি টানলে আপনাকে ক্ষমা প্রার্থনা করতে হবে না । কারণ টানাটানির সম্পর্ক রাখার চেয়ে ইতি টানাই উত্তম ।

【7】 YOUR IMPERFECTIONS | আপনার অসম্পূর্ণতার জন্য ।
পৃথিবীতে সব মানুষ স্বয়ং সম্পূর্ণ নয় । শারীরিক বলেন ,মানষিক বলেন যে কোন মানুষের কোথাও না কোথাও অসম্পূর্ণতা থাকতেই পারে ,তাই এই বিষয়টি নিয়ে আপনাকে ভুলেও চিন্তিত হতে হবে না ।

【8】 STANDING YOUR GROUND | আপনার ভিত্তির উপর অবিচল থাকলে ।
আপনার ভিত্তি আপনার বুনিয়াদ, আপনার চিরন্তন অধিকার । আপনার ভিত্তির উপর অবিচল থাকুন । আপনার মনের ঢাকে সাড়া দিন । আপানাকে এর জন্য চিন্তিত হতে হবে না ।

【9】 DELAY IN YOUR RESPONSE | আপনার প্রতিক্রিয়াতে বিলম্ব করুন |
যে কোন বিষয়ে কখনও তড়িঘড়ি করবেন না । ভুল ভ্রান্তির চেয়ে আগেই একটু সময় নিয়ে নিন । সময় নিয়ে কাজ করুন । সময় নিয়ে কথা বলুন ।

【10】 TELLING THE TRUTH | সত্য কথা বলুন |
সব সময় সত্য কথা বলতে হবে । সত‍্যের জয় সুনিশ্চিত । সত‍্য চির সুন্দর ।
তাই কখনও নিজে জেতার জন্য মিথ্যাচার কিংবা মিথ‍্যার আশ্রয় নিবেন না ।

THANK YOU ALL.
A N I .

No comments

Powered by Blogger.